কুষ্টিয়া বিএনপিতে ৭ বছর পর নতুন কমিটি

সাত বছর পর কুষ্টিয়া জেলা বিএনপি পেল নতুন কমিটি। আগের কমিটির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী এবং সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে স্বপদে বহাল রেখেই ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। দলটির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। গতকাল বুধবার রাতে দলটির ভেরিফায়েড ফেসবুক পাতায় চিঠিটি আপলোড করা হয়।

তবে এবারের কমিটিতে প্রবীণদের পাশাপাশি তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে। যুগ্ম সম্পাদক, সাংগঠনিক, কোষাধ্যক্ষসহ বেশ কিছু পদে তরুণ নেতারা জায়গা পেয়েছেন। দলটির নতুন কমিটির নেতারা বলছেন, এই কমিটি ভবিষ্যতে বিএনপির যেকোনো কর্মসূচিতে গতি পাবে বলে আশা করছেন।

দলীয় সূত্র জানায়, ২০১২ সালে সর্বশেষ জেলা বিএনপির কমিটি গঠন হয়। দীর্ঘদিন কমিটি না হওয়ায় বেশ হতাশা ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। এতে সাংগঠনিক কর্মকাণ্ডেও নেমে আসে স্থবিরতা। তবে দেরিতে হলেও আগের কমিটি বাতিল করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। গতকাল রাত আটটায় এ কমিটি অনুমোদন পায়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৌখিক নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরামর্শে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন বছর মেয়াদে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

কমিটিতে দেখা গেছে, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শামীমউল হাসান অপুকে দেওয়া হয়েছে সাংগঠনিকের দায়িত্ব। যুগ্ম সম্পাদক হয়েছেন আগের কমিটির দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক বাচ্চু, যুবদলের সাংগঠনিক সম্পাদক থেকে জেলা বিএনপির কোষাধ্যক্ষ পদ পেয়েছেন জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন প্রথম আলোকে বলেন, কমিটিতে দলের ত্যাগী ও তরুণ নেতাদের মূল্যায়ন করা হয়েছে। এবারের কমিটিতে কোনো সুবিধাবাদী নেতা স্থান পাননি। এই কমিটি দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ও গতিশীল রাজনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।