কুড়িগ্রামে দুই সাংসদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এলাকা ছাড়ার নির্দেশ ইসির

সাংসদ আছলাম হোসেন সওদাগর ও এমএ মতিন
সাংসদ আছলাম হোসেন সওদাগর ও এমএ মতিন

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামের দুই সাংসদকে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সাংসদেরা হলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের আছলাম হোসেন সওদাগর ও কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের এম এ মতিন।

গতকাল বৃহস্পতিবার ইসি উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি নির্দেশ এই দুই সাংসদের কাছে পাঠানো হয়। আজ শুক্রবার ওই চিঠি গণমাধ্যমকর্মীদের সরবরাহ করা হয়। চিঠিতে তাঁদের বিরুদ্ধে উপজেলা নির্বাচনের বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

পৃথক ওই দুই চিঠিতে উল্লেখ করা হয়, ‘আপনার (সংশ্লিষ্ট সাংসদ) বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে জনৈক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনী বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার অভিযোগ পাওয়া গেছে।’ কুড়িগ্রামের ৯ উপজেলার মধ্যে ৮টিতে ১০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা জটিলতায় ফুলবাড়ী উপজেলা নির্বাচন স্থগিত করেছে জেলা প্রশাসন।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন। তবে নির্বাচনের পর নিজ এলাকায় অবস্থান করতে পারবেন।

এ প্রসঙ্গে কুড়িগ্রাম-১ আসনের সাংসদ আছলাম হোসেন সওদাগর প্রথম আলোকে জানান, ‘আমি এলাকায় যাইনি। জানি না কী কারণে নির্বাচন কমিশন এ নির্দেশ দিলেন। আমি ভাগনের বিয়েতে কুড়িগ্রামে এসেছিলাম। আজ বিয়েতে অংশ না নিয়েই ঢাকায় চলে যাচ্ছি।’

কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ এম এ মতিন বলেন, ‘নারী দিবসের কর্মসূচিতে অংশ নিতে গতকাল এসেছিলাম। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। নির্দেশ পাওয়ার পর গত রাতে চলে এসেছি আসনের বাইরে কুড়িগ্রাম শহরে।’