ক্ষমতাসীনদের সমালোচনা সহ্য করতে হবে: ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রকে মজবুত করতে ক্ষমতাসীনদের সমালোচনা সহ্য করতে হবে। বিরোধীদের চক্রান্ত ও জঙ্গি-জামায়াত ছাড়তে হবে। তা না হলে রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল থাকবে।
জাতীয় যুব জোটের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার এক আলোচনা সভায় হাসানুল হক ইনু এ কথা বলেন। রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে এ আলোচনার আয়োজন করে যুব জোট কেন্দ্রীয় কমিটি।
জাসদের সভাপতি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় প্রত্যাবর্তন টেকসই হয়নি। গণতন্ত্রের অগ্রযাত্রা এখনো মজবুত হয়নি। এখনো চক্রান্তের মধ্য দিয়ে বিএনপি-জামায়াত সরকার উৎখাতের খেলায় লিপ্ত রয়েছে। দুর্নীতিবাজ-দলবাজ সিন্ডিকেট সুশাসনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এ অবস্থায় গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে স্থায়ী করা ও টেকসই করে গড়ে তোলা একটি বড় কাজ।
হাসানুল হক ইনু বলেন, করোনায় প্রমাণিত হয়েছে পুঁজিবাদ ভাত-কাপড়-চিকিৎসাসেবা দিতে ব্যর্থ। বৈষম্যের অবসান করতে সমাজতন্ত্রের পথে হাঁটতে হবে আর গণতন্ত্র অর্থবহ করতে সুশাসন নিশ্চিত করতে হবে। দেশকে আরেক ধাপ উন্নীত করতে দুর্নীতি-ক্ষমতার অপব্যবহার-লুটপাটের দুষ্টচক্র ধ্বংস করে সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে হবে।
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোহসীন, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা প্রমুখ। বিজ্ঞপ্তি