খাগড়াছড়িতে মনোনয়নপ্রত্যাশী আ.লীগে ৪, বিএনপিতে ২

কুজেন্দ্র লাল ত্রিপুরা, যতীন্দ্র লাল ত্রিপুরা, কংজরী চৌধুরী, সমীর দত্ত চাকমা
কুজেন্দ্র লাল ত্রিপুরা, যতীন্দ্র লাল ত্রিপুরা, কংজরী চৌধুরী, সমীর দত্ত চাকমা

আওয়ামী লীগের বর্তমান সাংসদ ও শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। এবারও তিনি নির্বাচন করবেন। এ ছাড়া আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী প্রার্থী হিসেবে দৌড়ঝাঁপ করছেন সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ও পানছড়ি কলেজ অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।

সাবেক সাংসদ ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ওয়াদুদ ভূঁইয়া ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান সমীরণ দেওয়ান বিএনপির মনোনয়ন চাইছেন।
এই আসনের প্রার্থী হিসেবে মহাজোটের শরিক জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠের নাম শোনা যাচ্ছে।

খাগড়াছড়িতে আঞ্চলিক দলগুলোর মধ্যে শক্তিশালী অবস্থান রয়েছে ইউপিডিএফ। তবে গতবারের নির্বাচনে জেএসএস (এমএন লারমা) প্রার্থী দিলেও এখনো দলীয় প্রার্থীর সম্পর্কে কিছুই জানায়নি এই দুটি দল।