খালেদা জিয়া দেশে ফিরবেন কাল
প্রায় দুই মাস পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে আগামীকাল শনিবার বিকেলে দেশে ফিরবেন। গতকাল বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এই কথা জানান। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসা এখনো শেষ হয়নি। কিন্তু দেশের ক্রান্তিকাল ও সংকট বিবেচনায় তিনি চিকিৎসা শেষ না করে দেশে ফিরছেন। কাল বিকেল পাঁচটায় তিনি দেশে ফিরবেন।
খালেদা জিয়া চোখের চিকিৎসার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। ১৬ সেপ্টেম্বর লন্ডন পৌঁছান। সেখানে তিন সপ্তাহ অবস্থান শেষে তাঁর দেশে ফেরার কথা থাকলেও ইতিমধ্যে তা কয়েক দফা পেছানো হয়। ব্যক্তিগত এই সফরে খালেদা জিয়া তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী ও দুই েময়েও সেখানে রয়েছেন।
দীর্ঘ দুই মাস অবস্থানকালে খালেদা জিয়া একান্ত পারিবারিকভাবেই সময় পার করেছেন। এ সময়ে তিনি তাঁর এক চোখের ছানি অপারেশন এবং হাঁটুর চিকিৎসা করিয়েছেন।
তারেকের জন্মদিনে কেক কাটতে মানা: আসাদুজ্জামান বলেন, ২০ নভেম্বর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবার তারেক রহমান তাঁর জন্মদিনে কেক কাটতে নিষেধ করেছেন। কারণ, বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নেতা-কর্মী এখনো কারাগারে। কেক কাটার পরিবর্তে আজ শুক্রবার বাদ জুমা দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হবে।