গণহত্যার জন্য পাকিস্তান ক্ষমা চাইবে প্রত্যাশা হানিফের

মাহবুব উল আলম হানিফ
ফাইল ছবি

একাত্তরের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে পাকিস্তান ক্ষমা চাইবে বলে এমনটা প্রত্যাশা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রায়েরবাজারের বধ্যভূমি স্মৃতিসৌধে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

শ্রদ্ধা নিবেদনের সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।

হানিফ বলেন, ‘একাত্তরে পরাজয় সুনিশ্চিত বুঝতে পেরে জাতি যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে সে জন্য সুপরিকল্পিতভাবে পাকিস্তান তাদের এদেশীয় দোসর রাজাকার–আলবদরদের দিয়ে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে। স্বাধীনতার পঞ্চাশ বছরেও ক্ষমা চায়নি পাকিস্তান। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে পাকিস্তান।’ তিনি জানান, স্বাধীনতার পঞ্চাশ বছরেও পাকিস্তানের প্রেতাত্মারা এদেশে রয়েছে। তাদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান হানিফ।