চট্টগ্রামে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে ‘অসুস্থ’ বিএনপির অর্ধশত নেতা-কর্মী

নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম, ২৯ মেছবি: সংগৃহীত

পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে চট্টগ্রাম মহানগর বিএনপির অর্ধশতাধিক নেতা–কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার মহানগর বিএনপির আলোচনা সভা শেষে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।

নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী প্রথম আলোকে বলেন, পুলিশ অহেতুক নেতা–কর্মীদের ওপর গ্যাস নিক্ষেপ করে। এতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেমসহ অর্ধশত নেতা–কর্মী অসুস্থ হয়ে পড়েন। ওই সময় উপস্থিত কর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। পরে জ্যেষ্ঠ নেতারা পুলিশের সঙ্গে কথা বলে প্রতিবাদ জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সভা শেষ হওয়ার পর বিএনপির নেতা–কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সড়কে এসে জড়ো হন। এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে বারবার সরে যেতে বলা হলেও কেউ না সরলে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেলে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। একদলীয় থেকে বহুদলীয় শাসনের দর্শন চালু করেছিলেন তিনি।

আমীর খসরু আরও বলেন, জিয়াউর রহমান গণমাধ্যমের স্বাধীনতা দিয়েছিলেন। বিচার বিভাগের স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তির জন্য সমান সুযোগ রেখেছিলেন। বাকশাল পরিচালিত অর্থনীতি থেকে বের হয়ে সবাই যাতে অর্থনীতিতে অবদান রাখতে পারে, সেই দর্শন তিনিই প্রণয়ন করেন। বর্তমানে কিছু লোকের হাতে অর্থনীতি চলে গেছে। এ অর্থনীতিকে ফিরিয়ে আনতে জিয়াউর রহমানের অর্থনৈতিক দর্শন নিয়ে আসতে হবে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দীন বলেন, ‘তারেক রহমান দেশে এলে বিপ্লব হয়ে যাবে। খালেদা জিয়াকে একবার জনসমক্ষে আসতে দেন, দেখেন দেশে কী হয়।’

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ছিদ্দিক আহম্মেদ চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক নসরুল কদির, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক তমিজ উদ্দীন আহম্মেদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, মুফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এনামুল হক প্রমুখ।