ছবিতে ঢাকার ভোটের চিত্র

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার সকাল থেকে ভোট শুরু হয়েছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা কিছুটা বাড়ে। কয়েকটি জায়গায় কাউন্সিলর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আবার ভোট দিতে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে কয়েকটি স্থান। সবকিছু মিলিয়ে আজকের ভোট চিত্র।
ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ভোট দিতে ভোটারদের অপেক্ষা। ছবি: জিয়া ইসলাম
ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় ভোট দিতে ভোটারদের অপেক্ষা। ছবি: জিয়া ইসলাম
ঢাকা দক্ষিণের আহলে হাদিস মাদ্রাসা ভোটকেন্দ্রে সতর্ক অবস্থায় নিরাপত্তাকর্মীরা। ছবি: জিয়া ইসলাম
ঢাকা দক্ষিণের আহলে হাদিস মাদ্রাসা ভোটকেন্দ্রে সতর্ক অবস্থায় নিরাপত্তাকর্মীরা। ছবি: জিয়া ইসলাম
ভোট উপলক্ষে ফকিরাপুল এলাকার রাজপথে টহল। ছবি: জিয়া ইসলাম
ভোট উপলক্ষে ফকিরাপুল এলাকার রাজপথে টহল। ছবি: জিয়া ইসলাম
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের সারি। বকশিবাগ, ঢাকা, ১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের সারি। বকশিবাগ, ঢাকা, ১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের চিত্র। বকশিবাগ, ঢাকা, ১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের চিত্র। বকশিবাগ, ঢাকা, ১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
সুরিটোলা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। বংশাল, ১ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
সুরিটোলা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। বংশাল, ১ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
ভোট প্রদান শেষে অমোচনীয় কালি দিয়ে দেওয়া হচ্ছে ভোটারকে। সাতারকুলের জয় অ্যান্ড হোপ স্কুল ভোট কেন্দ্র। ছবি: দীপু মালাকার
ভোট প্রদান শেষে অমোচনীয় কালি দিয়ে দেওয়া হচ্ছে ভোটারকে। সাতারকুলের জয় অ্যান্ড হোপ স্কুল ভোট কেন্দ্র। ছবি: দীপু মালাকার
ভোট দিয়েছেন প্রতিবন্ধী আবদুল ওহাব। আশ্রাফাবাদ, কামরাঙ্গীর চর, ১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম
ভোট দিয়েছেন প্রতিবন্ধী আবদুল ওহাব। আশ্রাফাবাদ, কামরাঙ্গীর চর, ১ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম