জাপার প্রার্থী হতে চান জাহাঙ্গীর আহমেদ

জাহাঙ্গীর আহমেদ
জাহাঙ্গীর আহমেদ

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বিএনপি। বিএনপির অংশগ্রহণ ছাড়া একতরফা নির্বাচন হবে বলে মনে করছে সাধারণ মানুষ। তবে জাতীয় পার্টি (জাপা) থেকে মেয়র পদে মনোনয়ন পেতে চান জাপার ময়মনসিংহ মহানগরের সভাপতি জাহাঙ্গীর আহমেদ।

২৫ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর থেকেই ময়মনসিংহে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এত দিন জাপা নেতা জাহাঙ্গীরআহমেদের মেয়র পদে প্রার্থী হওয়ার গুঞ্জন ছিল। তবে গতকাল শুক্রবার সকাল থেকে ময়মনসিংহ নগরের বিভিন্ন স্থানে জাহাঙ্গীর আহমেদের পোস্টার চোখে পড়ে। ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির তৃণমুলের নেতা-কর্মীদের পক্ষ থেকে ওই পোস্টার লাগানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর আহমেদ গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ ব্যাপারে তাঁর প্রস্তুতি রয়েছে।

তবে এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ জেলা জাপার দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু বলেন, ‘জাহাঙ্গীর আহমেদ ব্যক্তিগতভাবে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন। তবে দলীয়ভাবে এ রকম কোনো নির্দেশনা আমরা পাইনি। এ ছাড়া আবু মুসা নামের আরও একজন জাপা থেকে নির্বাচন করতে আগ্রহী।’ কিন্তু তিনি মুসার কোনো নম্বর দিতে না পারায় এ বিষয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 এদিকে গতকাল সকাল থেকে ময়মনসিংহ নগরের বিভিন্ন স্থানে জাহাঙ্গীর আহমেদ ও মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ইকরামুল হকের নতুন একটি পোস্টার পাশাপাশি চোখে পড়ে। এ নিয়ে নগরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। গতকাল সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের সানকিপাড়া, আকুয়া হাজিবাড়ি, মাদ্রাসা কোয়ার্টার, নতুন বাজার ও টাউন হল মোড় এলাকায় দেখা যায়, ইকরামুল হকের একটি নতুন পোস্টার ও তার পাশে জাহাঙ্গীর আহমেদের পোস্টার সাঁটানো। ওই এলাকার কোথাও ওই দুই প্রার্থীর কারও একক পোস্টার চোখে পড়েনি।

ময়মনসিংহ নগরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভবনা কম। জাপার প্রার্থী নির্বাচনে অংশ নিলেও সে ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে না বলে মানুষের ধারণা। এ ছাড়া জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাপা জোটবদ্ধ হয়ে নির্বাচন করায় দুটি দলের মধ্যে রাজনৈতিক সমঝোতার সম্পর্ক রয়েছে বলে মনে করে সাধারণ মানুষ। মেয়র নির্বাচনে এর প্রভাব পড়তে পারে।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, দলের মনোনয়ন দৌড়ে আছেন ছয়জন নেতা। গত মঙ্গলবার মহানগর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ওই ছয় নেতার নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় নেতারা ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবেন। কেন্দ্রে যোগাযোগ রক্ষার জন্য মনোনয়নপ্রত্যাশী আওয়ামী লীগের নেতারা ঢাকায় অবস্থান করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে ময়মনসিংহ নগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন না করার সিদ্ধান্ত হয়েছে। কাজেই বিএনপির কোনো নেতা এই নির্বাচনে অংশ নেবে না।