জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কবরে শ্রদ্ধা জানাল এলডিপি

জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এলডিপির নেতা–কর্মীরা। ঢাকা, ৩০ মে
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ২০-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এলডিপির সভাপতি আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলডিপির সভাপতি। এ সময় তিনি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান। তলাবিহীন ঝুড়ি থেকে তিনি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করেন। তাঁর রাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলের কারণে বাংলাদেশ মর্যাদার সঙ্গে বিশ্বদরবারে দাঁড়িয়েছে। কিন্তু চক্রান্তকারীরা দেশকে এগিয়ে নেওয়ার পথ বাধাগ্রস্ত করতে তাঁকে শহীদ করেছে।’

‘তবু জিয়াউর রহমান চিরজাগরূক’ উল্লেখ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, বর্তমান অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসনকে সরিয়ে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শই বাঙালি জাতিকে পথ দেখায়। আগামী দিনে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কর্তৃত্ববাদী শাসনের মোকাবিলা করতে হলে তাঁর রাজনৈতিক আদর্শের কোনো বিকল্প নেই।

এলডিপির দুই নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা তমিজ উদ্দিন টিটু, এম এ বাশার, চাষী এনামুল হক, এ কে এম মহিউদ্দিন, রাশেদুল হক, এস এম বেলাল প্রমুখ।