ড. ইউনূসকে অভিনন্দন বিএনপির

অলিম্পিক লরেল ট্রফি হাতে ড. ইউনূস।
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

অলিম্পিক লরেল অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ায় নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘শান্তিতে নোবেল জয় করে আপনি বাংলাদেশকে গৌরবান্বিত করেছেন। তেমনি আপনার বিশ্ব ক্রীড়াজগতের সর্বোচ্চ এই সম্মানপ্রাপ্তিতে বাংলাদেশের জনগণ আনন্দিত ও গৌরবান্বিত।’

শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূসকে অলিম্পিক লরেল অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ঢাকা থেকে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন মুহাম্মদ ইউনূস।

চীনের বার্তা সংস্থা সিনহুয়া লিখেছে, অলিম্পিক লরেল অ্যাওয়ার্ডে ভূষিত দ্বিতীয় ব্যক্তিত্ব ড. ইউনূস। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি ও শান্তিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে ২০১৬ সালে এই অ্যাওয়ার্ডের প্রবর্তন করা হয়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ‘বিশ্ব ক্রীড়াজগতের সর্বোচ্চ সম্মান “অলিম্পিক লরেল”–এ ভূষিত হওয়ায় বাংলাদেশের জনগণ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এই অ্যাওয়ার্ড প্রবর্তনের পর আপনি দ্বিতীয় ব্যক্তি, যিনি তা অর্জন করলেন। আপনাকে বিরল এই সম্মানে ভূষিত করার জন্য আমি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিও কৃতজ্ঞতা জানাই।’

অভিনন্দন জানিয়ে বিএনপির মহাসচিবের চিঠিটি ড. ইউনুসের ব্যক্তিগত কর্মকর্তার কাছে পৌঁছে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। অভিনন্দন বার্তায় ড. ইউনুসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন মির্জা ফখরুল ইসলাম।