তাঁরা বললেন যাবেন, গণফোরামের 'না'

গণফোরামের নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।
গণফোরামের নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান।

জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে নির্বাচিত গণফোরামের দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খানসহ ঐক্যফ্রন্টের কোনো সদস্য শপথ নেবেন না। আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শপথ না নেওয়ার আগের সিদ্ধান্ত বহাল আছে বলে জানায় গণফোরাম। অবশ্য গণফোরামের দুই সদস্য বলছেন, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিতে চান।

গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে বলেও উল্লেখ করেন। কেন্দ্রীয় কমিটির তথ্য ও গণমাধ্যম সম্পাদক রফিকুল ইসলাম পথিক সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান।

গণফোরামের মনোনয়ন নিয়ে সুলতান মোহাম্মদ মনসুর মৌলভীবাজার-২ ও মোকাব্বির খান সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন। আজ তাঁরা শপথের ব্যাপারে ইতিবাচক বলে গণমাধ্যমকে জানান। প্রথম আলোকেও এ দুজন বলেন, সময় আছে যেকোনো সময় শপথ নেওয়া হবে। তবে এও জানান, এটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।

অপরদিকে গণফোরামের বিবৃতিতে গণফোরাম তথা ঐক্যফ্রন্টের সদস্যদের সংসদে যোগ দেওয়ার খবরকে ‘অসত্য ও ভিত্তিহীন’ দাবি করে বলা হয়, গণফোরাম সংসদে যোগদানের কোনো সিদ্ধান্ত হয়নি। গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যের শপথ না নেওয়ার সিদ্ধান্ত বহাল আছে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন বলেছিলেন, শপথের ব্যাপারে তাঁরা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন। অবশ্য তার পরদিন ঐক্যফ্রন্টের নেতাদের বৈঠক শেষে মোস্তফা মোহসীন মন্টু সাংবাদিকদের জানান, তাঁরা কেউই শপথ নিচ্ছেন না।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জাতীয় ঐক্যফ্রন্ট এবং এ জোটের বড় শরিক দল বিএনপি ‘ভোট ডাকাতির’ নির্বাচন বলে উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে। তারা সংসদে যাবে না বলে বিভিন্ন সময়ে বলে এসেছে।