তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার: জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী
ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘একটি স্বাধীন দেশে তিন দিনে ১৫ জনকে হত্যা করেছে সরকার। যার তালিকা আমার কাছে আছে। ২৫ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা সাধারণ মানুষ, রিকশাচালক, কৃষক। আমাদের শেষ ইচ্ছা যেন নিরাপদে মরতে পারি।’

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় কাউন্সিল ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন জাফরুল্লাহ। অনুষ্ঠানে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের ওপর পুলিশের গুলি চালানোর সমালোচনা করে তিনি এসব কথা বলেন। সরকার সত্য লুকানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত করা হচ্ছে। এসব ভাস্কর্যের সঙ্গে যদি সিরাজুল আলম খান, আবদুর রব, তাজউদ্দীন আহমদের ছবি থাকত, তবে কারও বুকে সাহস হতো না বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করা।
অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি আ স ম আবদুর রব। তিনি বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

কাউন্সিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সভাপতি তৌফিকউজ জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কার্যকরী সভাপতি সিরাজ মিয়া, সাবেক ছাত্রনেতা সামসুল আলম, আনিসুর রহমান প্রমুখ।