দুষ্কৃতকারীদের প্রশ্রয়ের শিকার ঘোড়াঘাটের ইউএনও: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফাইল ছবি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনাচার আড়াল করতে দুষ্কৃতকারীদের প্রশ্রয়ের সর্বশেষ শিকার হলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি দোষীদের শাস্তি দাবি করেছেন।

আজ শুক্রবার এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা ও তাঁর বাবা মুক্তিযোদ্ধা ওমর আলীকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ইউএনও এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন। তাঁর বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, ‘ওয়াহিদা খানমের মতো উপজেলা পর্যায়ের একজন সর্বোচ্চ সরকারি কর্মকর্তার ওপর সন্ত্রাসীদের নৃশংস ও পৈশাচিক হামলার ঘটনায় এটি আবারও প্রমাণিত হলো, এই সরকার দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। এরা সন্ত্রাসকে আশ্রয় করেই নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে।’
সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহাকে হত্যাসহ বিচারবহির্ভূত হত্যা যেভাবে হচ্ছে তাতে দুষ্কৃতকারীরা উৎসাহ পাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হলে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রমণের শিকার হতেন না।

ফখরুল আরও বলেন, ‘দেশে এখন আইন-কানুনের কোনো বালাই নেই। হত্যা, খুন, জখম, টাকা পাচার, মানব পাচার, আর্থিক প্রতিষ্ঠান লোপাট, টেন্ডারবাজি ও জবরদস্তি কায়েমের মতো অনাচার আড়াল করতেই দেশব্যাপী দুষ্কৃতকারীদের প্রশ্রয় দিয়ে রক্তাক্ত কর্মসূচির ধারা অব্যাহত রাখা হয়েছে। এরই সর্বশেষ শিকার হলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।’
বিএনপি মহাসচিব বলেন, ‘যে দেশে একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ত্রাসীদের দ্বারা মারাত্মকভাবে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে সে দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা কত অনিশ্চিত তা ব্যাখ্যা করে বলার কোনো অবকাশ নেই।’ এ ঘটনাকে রাষ্ট্রের জন্য অশুভ সংকেত উল্লেখ করে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মির্জা ফখরুল। এ ছাড়া ইউএনও ও তাঁর বাবার সুস্থতা কামনা করেন।