পরীমনির অভিযোগে নাসির দোষী সাব্যস্ত হলে ব্যবস্থা: জিএম কাদের

জি এম কাদের
ফাইল ছবি

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদ দোষী সাব্যস্ত হলে তাঁর বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেবে জাতীয় পার্টি (জাপা)।

আজ সোমবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রথম আলোকে এ কথা বলেন।
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির সর্বোচ্চ নীতি-নির্ধারণী পর্ষদ প্রেসিডিয়াম সদস্য। তিনি জাপা গঠনের সময় থেকেই যুক্ত ছিলেন বলে জানান জিএম কাদের।
জিএম কাদের বলেন, ‘নাসির উদ্দিন মাহমুদ পরপর তিনবার উত্তরা ক্লাবের সভাপতি নির্বাচিত হন, যেখানে সবাই শিক্ষিত। সে কখনো এমন কিছু করেনি যে, তাঁর দুর্নাম করতে পারে। কখনো তাঁর নামে খারাপ কিছু শুনিনি। এ ঘটনাটি শুনে আমরা বিস্মিত, হতচকিত।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি। তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

দলীয় সূত্র জানায়, নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির গঠনের সময় থেকে দলের সঙ্গে যুক্ত ছিলেন। মাঝখানে অনেক দিন দলে সক্রিয় ছিলেন না, ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিলেন। সর্বশেষ ২০২০ সালের জাতীয় পার্টির সম্মেলনে তাঁকে প্রেসিডিয়াম সদস্য করা হয়।