প্রতিমন্ত্রী কেন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন খতিয়ে দেখতে হবে: জি এম কাদের

জি এম কাদের
ফাইল ছবি

‘রাষ্ট্রধর্ম ইসলাম মানি না’ বলে একজন প্রতিমন্ত্রীর যে উসকানিমূলক বক্তব্য ভাইরাল হয়েছে, এর সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের যোগসূত্র আছে কি না, তা সরকারকে খতিয়ে দেখতে বলেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘ওই প্রতিমন্ত্রী সংবিধান পরিপন্থী কথা বলে শপথভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া জরুরি। খতিয়ে দেখতে হবে, অস্বাভাবিক পরিস্থিতিতে প্রতিমন্ত্রী কেন উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।’

আজ রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে জি এম কাদের এ কথা বলেন।

জাপা চেয়ারম্যান জি এম কাদের আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের লোকজন কখনোই তাদের উৎসবমুখর পূজা বানচাল করতে পবিত্র কোরআন অবমাননা করবে না। একটি চক্র এ খবর সারা দেশে ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামার অপচেষ্টা করেছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশৃঙ্খলা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হওয়ার কারণও বের করতে হবে।’

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, ‘যাঁর ধর্মীয় বিশ্বাস আছে ও যিনি দেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, তিনি কখনোই অন্য ধর্মাবলম্বীদের ওপর হামলা করতে পারেন না। দেশে এত গোয়েন্দা সংস্থা কাজ করছে, তার মধ্যেও কুমিল্লার মন্দিরে কে বা কারা কোরআন শরিফ রেখেছে, তা বের করতে হবে।’

জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব (খুলনা বিভাগ) সাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও খুলনা বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।