বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি, তারেকের বিরুদ্ধে পরোয়ানা

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তি করার অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এর আগে বঙ্গবন্ধুকে কটূক্তি করায় তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করা হয়। আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য আকরাম হোসেন বাদল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালতে মামলাটি করেন। এই মামলায় বর্তমানে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বসবাসরত তারেক রহমানকে ১ নম্বর আসামি করে মোট তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।

বাকি দুজন আসামি হলেন বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ও সাধারণ সম্পাদক কাওছার এম আহম্মেদ। পরে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বাদী আকরাম হোসেন বাদলের পক্ষে মামলাটি পরিচালনা করছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল হুদা। তিনি বলেন, আকরাম হোসেন মামলায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং মানহানির অভিযোগ এনেছেন।

গত ১৮ আগস্ট লন্ডনে একটি অনুষ্ঠানে তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদের জাতির পিতা জিয়াউর রহমান। সেই সঙ্গে দেশের সংবিধান নিয়েও তিনি কটূক্তি করেছেন, যা রাষ্ট্রদ্রোহের শামিল।

তারেক রহমানের এ বক্তব্যকে মানহানিকর হিসেবে উল্লেখ করে বাদীর আইনজীবী নূরুল হুদা বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সব নথি পর্যালোচনা করে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ১০ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ রেখেছেন।