বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর চায় আ.লীগ

আবদুল মাজেদ। ছবি: বাসস
আবদুল মাজেদ। ছবি: বাসস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি আবদুল মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। আজ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, ‘মাজেদের ফাঁসির রায় কার্যকরের জন্য আইনসংগতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। মাজেদের গ্রেপ্তারের পর বঙ্গবন্ধু হত্যা মামলার আরও পাঁচজন দণ্ডপ্রাপ্ত খুনি পলাতক আছেন। এঁরা হলেন—রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, শরিফুল হক ডালিম, রশিদ ও মুসলেহউদ্দিন রিসালদার। তাঁদের দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন সংস্থা চেষ্টা চালাচ্ছে। এখন তা আরও জোরদার করতে হবে।’

বিবৃতিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়। দেশ একটি বৈশ্বিক ও জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এখন প্রধানতম কাজ হচ্ছে করোনাভাইরাসে সৃষ্ট সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা। আওয়ামী লীগের নেতা-কর্মীসহ সারা দেশের জনগণকে মতলবি মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকতে হবে।
গতকাল মঙ্গলবার ঢাকায় গ্রেপ্তার হন আবদুল মাজেদ।