বস্ত্র ও পাটশিল্পকে এগিয়ে নেওয়া আমার কাজ: বস্ত্রমন্ত্রী

গোলাম দস্তগীর গাজী
গোলাম দস্তগীর গাজী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, ‘দেশীয় কাপড় আরও ভালো মানের তৈরি করতে হবে। জনগণের উন্নয়ন ও বেকারত্ব দূর করতে হলে শিল্প আরও বাড়াতে হবে। আর দেশীয় টেক্সটাইল শিল্পের ওপর গুণগত মানের কাপড় তৈরি করতে যা যা প্রয়োজন, সব ব্যবস্থা করা হবে। এখন আমার কাজ হলো বস্ত্র ও পাটশিল্পকে এগিয়ে নেওয়া।’

শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীর নিজ বাসভবনে নরসিংদী জেলা টেক্সটাইল অ্যান্ড ডাইং প্রিন্টিং অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় মন্ত্রী এ কথা বলেন।

পাটশিল্প নিয়ে মন্ত্রী বলেন, ‘এখন আমি আদি শিল্প পাট নিয়ে বেশি চিন্তাভাবনা করছি। পাটশিল্পে হাজারো শ্রমিক কাজ করছেন। পাটশিল্পে সরকারের কোটি কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে। এ শিল্প বন্ধ করে দিলে এসব শ্রমিক বেকার হয়ে পড়বেন। এখন লোকসান থেকে কীভাবে এই শিল্পকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাভাবনা করছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে এবং সৎভাবে পালন করব। কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।’ এ সময় মন্ত্রীর কাছে দেশীয় কাপড়ের চাহিদা ঠিক রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান নরসিংদী জেলা টেক্সটাইল অ্যান্ড ডাইং অ্যাসোসিয়েশনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা টেক্সটাইল অ্যান্ড ডাইং প্রিন্টিং অ্যাসোসিয়েশনের সভাপতি আফতাব উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক আবদুল মোমেন মোল্লা, কোষাধ্যক্ষ শেখ সেলিম আহাম্মেদ প্রমুখ।