বাজেটে মেগা দুর্নীতি লালন হবে: জামায়াত

জাতীয় বাজেট
প্রথম আলো

জামায়াতে ইসলামী বলেছে, ২০২১-২২ অর্থবছরের বাজেটে মেগা দুর্নীতিকে লালন করার এবং দলীয় হীন রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করার সব সুযোগ বিদ্যমান রাখা হয়েছে। এই বাজেট জনগণের কোনো কল্যাণ বয়ে আনবে না।

জাতীয় সংসদে পাস হওয়া বাজেটের বিষয়ে বুধবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

বিবৃতিতে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেটকে ঋণনির্ভর ঘাটতি বাজেট উল্লেখ করে বলা হয়, বাজেটে লক্ষ্যমাত্রা অর্জনের অলীক কল্পনা ছাড়া আর কিছু নয়।

বাজেটে স্বাস্থ্য সুরক্ষা, কৃষি, দারিদ্র্য দূরীকরণ, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ খাতে যে বরাদ্দ রাখা হয়েছে, তা যথেষ্ট নয়। শিল্প খাতে বিনিয়োগের বিষয়টি বাজেটে তেমন গুরুত্ব পায়নি। ব্যাংকে হাজার হাজার কোটি টাকা অলস পড়ে থাকলেও তা বিনিয়োগের ব্যাপারে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই।

আর্থিক নিরাপত্তা না থাকায় ব্যাংকগুলো বিনিয়োগে আস্থা পাচ্ছে না। বিনিয়োগের পরিবেশ তৈরিরও কোনো দিকনির্দেশনা বাজেটে নেই। বাজেটে কালোটাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে, তা দুর্নীতিকে আরও উৎসাহিত করবে। কালোটাকা সব সময় কালোই। উচ্চ হারে কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ প্রদান মূলত একটি অনৈতিক কাজকে বৈধতা দেওয়া ছাড়া আর কিছু নয়। বাজেটে মাদকদ্রব্যের ব্যবহার ও সরবরাহ নিয়ন্ত্রণে, করোনায় কর্মহীন হয়ে পড়া প্রবাসী বাংলাদেশি ব্যাপারে কোনো ব্যবস্থা রাখা হয়নি।