বাসভাড়া বৃদ্ধি মড়ার ওপর খাঁড়ার ঘা: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

দেশে আগামীকাল সোমবার থেকে বাসসেবা চালু হতে যাচ্ছে। যাতে ভাড়া আগের চেয়ে ৬০ শতাংশ বাড়ানো হয়েছে। এই ভাড়া বৃদ্ধিকে মড়ার ওপর খাঁড়ার ঘা বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

আজ রোববার এক ভিডিও কনফারেন্সে রিজভী এসব কথা বলেন। দুই মাস পর আগামীকাল থেকে বাস চলাচল শুরু হবে। সামাজিক দূরত্ব মেনে বাসে ৫০ শতাংশ যাত্রী তোলার নির্দেশনা দিয়েছে সরকার। মালিকপক্ষ ক্ষতি পুষিয়ে নিতে ৮০ শতাংশ ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল গতকাল শনিবার। আজ তা ৬০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি হয়।

বাসভাড়ার বিষয়ে রিজভী বলেন, এই সরকার যে জনগণের প্রতি বৈরী, তার প্রমাণ গতকালের শতকরা ৮০ শতাংশ বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব। করোনা পরিস্থিতিতে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করা হবে, এ জন্য বাস-মিনিবাসের ভাড়া ৮০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে বিআরটিএ। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ নীতি আওয়ামী সরকারের প্রতিষ্ঠিত কর্মসূচি। 
রিজভী বলেন, করোনার আঘাতে জনজীবন মহাবিপর্যয়ের মধ্যে আছ। খেটে খাওয়া, দিনমজুর, নিম্নধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর ওপর ভাড়া বৃদ্ধি এই বিপন্ন মানুষের ওপরই কষাঘাত। বিএনপির পক্ষ থেকে বাসভাড়া বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশেষজ্ঞদের মতামত নিয়ে ছুটি প্রত্যাহার করা হয়েছে। তাঁর এ বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, এই বক্তব্য শুনে গোটা জাতি বিস্মিত ও হতবাক। যে বিশেষজ্ঞরা ‘মৃত্যুবীজ’ ছড়ানোর পরামর্শ দিয়েছেন, তাঁরা কোন বিষয়ের ওপর বিশেষজ্ঞ, সেটাই এখন অনুসন্ধানের বিষয়। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইএলওর নির্দেশনা অমান্য এবং করোনা নিয়ে সরকার গঠিত টেকনিক্যাল কমিটির মতামত সরাসরি অগ্রাহ্য করে সবকিছু খুলে দেওয়া হয়েছে। সবকিছু খুলে দিয়ে সরকার দেশকে বধ্যভূমি বানাতে চায় কি না, সে প্রশ্ন করেন রিজভী।