বিএনপি নেতা আসলামসহ ৫৬ জনের বিরুদ্ধে বিচার শুরু

আসলাম চৌধুরী
ফাইল ছবি

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ দলের ৫৬ জন নেতা–কর্মীর বিরুদ্ধে ভাঙচুরের মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়েছে। আজ সোমবার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এই বিচার শুরুর আদেশ দেন।

২০১৩ সালের ৯ নভেম্বর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন পৌরসভার গোডাউন রাস্তার মাথায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে যানবাহনে আগুন ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীসহ ৫৬ নেতা–কর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে। তদন্ত শেষে অভিযোগপত্র দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি রুবেল পাল প্রথম আলোকে বলেন, আসলাম ছাড়া বাকি আসামিরা স্থানীয় বিএনপির নেতা–কর্মী। আসলামসহ ১১ আসামি জামিনে আছেন। বাকিরা পলাতক। তবে আসলাম অন্য মামলায় গ্রেপ্তার আছেন।

২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন ফৌজদারি কার্যবিধির (সন্দেহজনক) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় রাষ্ট্রদ্রোহের মামলা হয়। মামলায় আসলামের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে ‘বাংলাদেশের সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগ’ আনা হয়।