বিএনপিকে যদি কেউ ভোটই না দেয়, তাহলে সুষ্ঠু নির্বাচন দিন: মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, “ওদের (বিএনপি) আবার কে ভোট দেবে।” তাদের যদি কেউ ভোট না-ই দেয়, তাহলে ভোট ডাকাতি করেন কেন?’
আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন। বাংলাদেশ শিক্ষক সমিতি এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে শিক্ষকদের উদ্দেশে মাহমুদুর রহমান বলেন, ‘এ দেশ আপনারা নিজেদের মতো করে গড়ে তোলেন। দেশ যদি কেউ বদলাতে পারে, সেটা আপনারা। সারা বিশ্বও মনে করে, করোনার সংকট কাটিয়ে ওঠা সম্ভব শিক্ষকদের সহায়তায়।’
আওয়ামী লীগ সরকারের পতন আসন্ন উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘সরকারের পতনের ঘণ্টা বাজছে। কেউ পতনের ঘণ্টা শুনছে, কেউ শুনতে পারছে না। আমরা ক্ষমতায় এলে শিক্ষা সর্বজনীন করব। রাষ্ট্র সব ধরনের শিক্ষার দায়িত্ব নেবে। সরকার পতনের পর কে আসবে, আমরা তা জানি না। কিন্তু যে আসবে, তার চোখে সেই স্বপ্ন বুনে দিতে চাই।’
মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ‘সারা বিশ্বে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সব গবেষণা পরিচালিত হয়ে থাকে। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গবেষণা ফল নেয়। তারা গবেষণা থেকে টাকা উপার্জন করে। আর আমাদের হয় উল্টো।
প্রধানমন্ত্রী শুধু বক্তব্য দিয়ে যান, “আমরা টিকা উৎপাদন করব।” কখন টিকা উৎপাদিত হবে, ভাইরাস শেষ হওয়ার পর। গবেষণা করে আমাদের যে টাকা উপার্জন হবে, তা দিয়ে পুরো শিক্ষা খাত পরিচালনা করা সম্ভব। যদি আমরা গবেষণার মাধ্যমে টিকা তৈরি করতে পারতাম, তাহলে কত টাকার বাণিজ্য আমাদের হতো। আমাদের এমন শিক্ষাব্যবস্থা চালু করতে হবে, যা জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে।’
সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারউল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে দলীয়করণ দেখে দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা বোঝা যায়। ইতিহাস বলে, ফ্যাসিবাদীদের পতন আন্দোলনের মাধ্যমে হয় না। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সত্যিকার অর্থে বিএনপিকে ভোট দেবে, যদি সুষ্ঠু নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়। সবার অংশগ্রহণের মাধ্যমে একটা স্বচ্ছ ভোট হয়। সেই ভোটের মালিক, রাষ্ট্রের মালিক জনগণ। তারা ভোট দেবে। আপনারা তো জোর করে ডাকাতের মতো ক্ষমতায় আছেন।’
সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া। সম্মেলনে বাংলাদেশ শিক্ষক সমিতির বিভাগ, জেলা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।