বিশ্বাঙ্গনে বাংলা ভাষার বই ছড়িয়ে দিতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিশ্বাঙ্গনে বাংলা ভাষার বই ছড়িয়ে দিতে গুরুত্ব প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেন, ‘মানুষের বই পড়ায় আগ্রহ কমেছে। বেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার। আমাদের এই জায়গাগুলোতে কাজ করতে হবে।’
আজ শুক্রবার বাংলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে বাংলা একাডেমিকে ডিজিটাইজেশন করা হবে। সেই প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি এ বছর শুরু করা হবে। একই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে জাতীয় গ্রন্থাগারকে।

‘বহির্বিশ্বে বাংলা বইমেলা ও মুক্তধারা নিউইয়র্ক’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রাইটার্স ক্লাব। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, নাট্যকার রামেন্দু মজুমদার প্রমুখ।

আতিউর রহমান বলেন, ‘আমরা বিশ্বায়ন সংস্কৃতির চাপে আছি। সংস্কৃতির চাপ থেকে মুক্তির জন্য আমাদের বেশি বেশি বইপড়া পড়া প্রয়োজন, প্রয়োজন বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা। আমাদের ভাষার শক্তিকে প্রযুক্তির মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের সঙ্গে যুক্ত করতে হবে।’

সভায় আয়োজকেরা বলেন, অভিবাসী বাঙালি সমাজ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ‘মুক্তধারা নিউইয়র্ক’। প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রে প্রতিবছর নিউইয়র্ক বইমেলা ও বাংলাদেশ উৎসব আয়োজন করেছে সংগঠনটি।