ভাস্কর্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা পরিহারের আহ্বান তথ্যমন্ত্রীর

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ফাইল ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ভাস্কর্যকে মূর্তির সঙ্গে তুলনা করে বিভ্রান্তি ছড়ানো ও উসকানি দেওয়ার অপচেষ্টা পরিহার করার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের আর সব দেশের মতো আমাদের দেশেও অনেকের ভাস্কর্য বহু বছর আগে নির্মিত হয়েছে। তখন কিন্তু কেউ প্রশ্ন উত্থাপন করেনি। এখন এটি নিয়ে প্রশ্ন করা মানে এটি নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। আর আমরা প্রথম থেকেই বলে এসেছি, ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাস্কর্যকে মূর্তির সাথে তুলনা করে সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।’

ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে ইসলামি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে আয়াতুল্লাহ খোমেনির ভাস্কর্য আছে উল্লেখ করে হাছান মাহমুদ আরও বলেন, ইরাকেও রাস্তায় রাস্তায় ভাস্কর্য আছে। তুরস্কে ইসলামি ডানপন্থী দল ক্ষমতায়, সেখানে প্রেসিডেন্ট এরদোগানের ভাস্কর্য আছে। পৃথিবীর অন্যান্য ইসলামি দেশ, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নানা ভাস্কর্য, এমনকি সেখানকার শাসকদের ছবিসংবলিত ভাস্কর্যও রাস্তায় রাস্তায় আছে।

অপর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধন চলমান প্রক্রিয়া। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।