মওদুদ আহমদ হাসপাতালে ভর্তি

মওদুদ আহমদ
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মওদুদ আহমদ অসুস্থ। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন। গত ৩০ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মোমিনুর রহমান প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।

মওদুদ আহমদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ৮ থেকে ১০ দিন ধরে তিনি অসুস্থতা ও দুর্বলতা বোধ করছিলেন। পরিস্থিতি খারাপের দিকে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং হিমোগ্লোবিন কমে গেছে। পরে চিকিৎসকেরা তাঁকে সিসিইউতে রাখার পরামর্শ দেন। ওই দিন থেকেই তিনি হাসপাতালে ভর্তি আছেন।

মোমিনুর রহমান বলেন, স্যার আজকে কিছুটা ভালো আছেন। হিমোগ্লোবিন বেড়েছে। এটা আরও বাড়াতে হবে। রক্তক্ষরণও বন্ধ হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ তা বলা যাবে না।