মনজুরুল আহসান খান সিপিবির দায়িত্ব থেকে বিরত থাকবেন

মনজুরুল আহসান খান
ফাইল ছবি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খানকে ছয় মাসের জন্য উপদেষ্টার দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আজ শুক্রবার সিপিবির প্রেসিডিয়াম সদস্য ও প্রচার বিভাগের প্রধান আবদুল্লাহ ক্বাফী রতনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মনজুরুল আহসান খান একটি দৈনিক পত্রিকায় লিখিত প্রবন্ধে ও আরেকটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে বর্তমান সরকার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা দলের দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তাই ৫ জানুয়ারির প্রেসিডিয়াম সভায় মনজুরুল আহসান খানকে সিপিবির উপদেষ্টা পদসহ দলের অন্যান্য দায়িত্ব থেকে ছয় মাসের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিপিবির এমন সিদ্ধান্ত সম্পর্কে মনজুরুল আহসান খান প্রথম আলোকে বলেন, ‘আমি একটি চিঠি পেয়েছি। পার্টির সিদ্ধান্ত আমার শিরোধার্য।’

গত ১৫ ডিসেম্বর একটি দৈনিক পত্রিকায় মনজুরুল আহসান খানের নামে একটি লেখা প্রকাশিত হয়। সেখানে তিনি লেখেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। যমুনা সেতু ও পদ্মা সেতু আজ দৃশ্যমান।

দেশ ক্রমেই উন্নত দেশের পর্যায়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। মুক্তিযুদ্ধে লাখো শহীদের স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ আজ পৃথিবীর মানচিত্রে দৃশ্যমান হয়ে উঠছে।’

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেছেন, সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় সিপিবির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খানের নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। প্রবন্ধের একটি অংশের এবং আরেকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে বর্তমান সরকার সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন প্রকাশিত হয়েছে, তা সরকার সম্পর্কে সিপিবির দৃষ্টিভঙ্গি ও মূল্যায়ন নয়। প্রবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত এ বক্তব্য বরং সরকার সম্পর্কে সিপিবির নীতি, দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

সিপিবির নেতারা জানান, পার্টি-কংগ্রেসে গৃহীত রাজনৈতিক লাইন ধরেই সিপিবি অগ্রসর হচ্ছে এবং হবে। বর্তমান সরকারকে রাতের ভোটের সরকার এবং অনির্বাচিত–অবৈধ উল্লেখ করে সিপিবি বলেছে, সরকারের বিরুদ্ধে সিপিবি গণ–আন্দোলন গড়ে তোলার চেষ্টা অব্যাহত রেখেছে। লড়াই চালানোর জন্য তারা বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতেও চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সিপিবির এই বিজ্ঞপ্তির বিষয়ে মনজুরুল আহসান খান আজ প্রথম আলোকে তখন বলেন, সিপিবি বিবৃতিতে যা বলেছে, এটাই পার্টি ও তাঁর রাজনৈতিক লাইন। এর সঙ্গে তিনি পুরোপুরি একমত। তাঁর নামে প্রকাশিত লেখাটি তিনি প্রথমে কানাডার ‘নাগরিক’ পত্রিকায় লিখেছেন। এরপর তাঁর অনুমতি নিয়ে লেখাটি দেশের একটি দৈনিক ছেপেছে। ছাপার আগে লেখাটি সম্পাদনার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে তিনি করতে পারেননি। তাঁর নিজের লেখার সঙ্গে নয়, সিপিবির অবস্থানের সঙ্গে ঐকমত্য পোষণ করেন তিনি।