মন্টু-সুব্রতসহ চারজনকে গণফোরামের শোকজ নোটিশ

গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলের চারজনকে শোকজ নোটিশ দিয়েছে গণফোরামের ড. কামাল হোসেনের অংশ। তবে শোকজ পাওয়াদের কেউ কেউ বলছেন, কেন্দ্রীয় কমিটি ছাড়া এভাবে বহিষ্কার বা নোটিশ দেওয়া যায় না।
গত ৩০ সেপ্টেম্বর গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, আবু সাইয়িদ ও সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দারকে শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশে তাঁদের সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, অনেক দিন ধরেই গণফোরামে দ্বন্দ্ব চলছে। দলটির সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া একটি অংশ এবং আরেক অংশের নেতৃত্বে আছে শোকজ নোটিশ পাওয়া চারজন।

শোকজ নোটিশ পাওয়াদের একজন আবু সাইয়িদ প্রথম আলোকে বলেন, ‘কী লিখেছে জানি না। খুলে দেখিনি।’ জবাব দেবেন কিনা জানতে চাইলে বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটিই পারে নোটিশ দিতে ও বহিষ্কার করতে। তাঁরা পারে না।’
গত ২৬ সেপ্টেম্বর এই চার নেতাসহ গণফোরামের একটি অংশ দলীয় সভা করে এবং নতুন করে কাউন্সিলের ঘোষণা দেয়। তাদের এ পদক্ষেপের পর গত রোববার কামাল হোসেনসহ গণফোরামের আরেক অংশ বৈঠক করে এক বিবৃতিতে বলে, কয়েকজন সদস্য গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও বক্তৃতার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছেন।