মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তিকারী বিজেপি নেতাদের শাস্তি দাবি হেফাজতের

বিজেপির দুই নেতার মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে  কটূক্তির প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে মানববন্ধন করে হেফাজতে ইসলামছবি: সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে  কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির দুই নেতাকে অবিলম্বে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটকে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। পাশাপাশি সংগঠনটি বাংলাদেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা নেওয়ার জন্য ভারতকে আহ্বান করেছে।

হেফাজতের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—কটূক্তির কারণে বিশ্ব মুসলমানদের কাছে ভারতকে ক্ষমা চাইতে হবে, মুসলমানদের বিশ্বাস ও ধর্মের প্রতি সম্মান জানিয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ ও নিন্দা জানাতে হবে।

মানববন্ধনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, বিজেপি নেতারা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।

মানববন্ধনে হেফাজতের সিনিয়র নায়েবে আমির অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, প্রচার সম্পাদক আল্লামা মুহিউদ্দীন রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, দাওয়াবিষয়ক সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা জহুরুল হক, মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী, মাওলানা আনিসুর রহমান, মুফতী কামালউদ্দীন, মাওলানা মুস্তাকিম বিল্লাহ প্রমুখ বক্তব্য দেন।