মানুষের জন্য সরকারের ভালোবাসা নেই: রব

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জেএসডির ঢাকা মহানগর সমন্বয় কমিটির আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন আবদুর রব
ছবি: প্রথম আলো

মানুষের জন্য বর্তমান সরকারের কোনো সহানুভূতি, ভালোবাসা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, হু হু করে জিনিসের দাম বাড়ছে। কোটি কোটি মানুষ বেকার। দারিদ্র্যসীমার নিচে কোটি মানুষের জীবন। তারা (সরকার) লুটপাট নিয়ে ব্যস্ত।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে আয়োজিত এক মানববন্ধনে আবদুর রব এসব কথা বলেন। জাতীয় সরকার গঠন, উপজেলা প্রশ্নে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জেএসডির ঢাকা মহানগর সমন্বয় কমিটি।

মানববন্ধনে আ স ম আবদুর রব বলেন, দেশে জনগণের গণতান্ত্রিক অধিকার নষ্ট করা, দিনের ভোট রাতে করা—এসব চলছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। তিনি বলেন, করোনার মধ্যে বাঁচিয়ে রেখেছেন কৃষকেরা। তাঁদের কোনো প্রণোদনা না দিয়ে বড় বড় প্রকল্প, কমিশন খাওয়ার জন্য ১৭ কোটি মানুষের মাথা বন্ধক দেওয়া হয়েছে। আগামী দিনে যে শিশু জন্মাবে, তার মাথাও বন্ধক দেওয়া হয়েছে। প্রত্যেকের মাথায় এক লাখ টাকার ঋণ।

নির্বাচন কমিশন ‘ঠুঁটো জগন্নাথ’ মন্তব্য করে আ স ম আবদুর রব বলেন, আইন করার কথা নির্বাচন কমিশনের, আইন হবে সংসদে। রাষ্ট্রপতি বা সরকারপ্রধানের কোনো আইন করার ক্ষমতা নেই। সংবিধানে সার্চ কমিটি বলে কিছু নেই।

দেশে এক ব্যক্তির শাসন চলছে উল্লেখ করে আবদুর রব বলেন, এভাবে চলতে দেওয়া যায় না। দেশে আইনের শাসন নেই, জবাবদিহি নেই, গণতান্ত্রিক অধিকার নেই। কথা বলতে পারা যায় না।

সরকারের উদ্দেশে আবদুর রব বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চেয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করেন। এ দায়িত্ব সরকারের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দায়িত্বও সরকারের। জনগণের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারের।’

সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, গণতন্ত্রের ওপর আর হস্তক্ষেপ চলবে না। অনেক সহ্য করা হয়েছে।

মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, ঢাকা মহানগর কমিটির নেতারা বক্তব্য দেন।