মামলা-বন্যায় দেশ ভাসিয়ে দেওয়া হয়েছে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির নেতা-কর্মীরা এখন প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হচ্ছেন। কোনো কারণ ছাড়াই কাল্পনিক মামলা-বন্যায় দেশ ভাসিয়ে দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, তাঁর দলের নেতা-কর্মীদের ঘুম হারাম করে দিয়েছে এই ভোটারবিহীন সরকার। কোনো ওয়ার্ডেই তিনজন নেতা-কর্মী একসঙ্গে চলাফেরা করতে পারছেন না।
সংবাদ সম্মেলনে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ করেন রিজভী। তাঁর ভাষ্য, নেতা-কর্মীদের বাসাবাড়ি তছনছ করে চলছে চিরুনি তল্লাশি। তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিশোর, তরুণ, ছাত্রদল, যুবদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের। এমনকি বিএনপির বয়স্ক সদস্যরাও রেহাই পাচ্ছেন না।
রিজভী অভিযোগ করেন, গতকাল বুধবার ঠাকুরগাঁও, চট্টগ্রাম উত্তর জেলা, মুন্সিগঞ্জ, পটুয়াখালী ও গাজীপুর জেলায় বিএনপির কয়েক শ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।