মির্জা ফখরুল করোনায় আক্রান্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফাইল ছবি

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সন্ধ্যায় কোভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, দুই দিন ধরে মির্জা ফখরুল ইসলাম কিছুটা অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তিনি ব্যক্তিগত চিকিৎসক রায়হান রাব্বানীর তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ গতকাল শুক্রবার বিকেলে গুলশানের কার্যালয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।
করোনায় আক্রান্ত হওয়ায় আগামীকাল রোববার তাঁর কর্মসূচি স্থগিত করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটির নেতাদের নিয়ে কাল সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কথা ছিল তাঁর।

এর আগে গত ১১ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম করোনা সংক্রমিত হয়েছিলেন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়ার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছে দল ও পরিবার।