মেহে‌ন্দীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ইউনিয়নের লালগঞ্জ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুলিশ সদস্য আছেন। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সো‌হেল, কনস্টেবল রাজীব ও জা‌হিদ। তাঁদের মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুমা সরদারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বিষয়টি নিয়ে তাঁর সমর্থকেরা ক্ষুব্ধ হন। তবে আওয়ামী লীগের প্রার্থী কাজী আবদুল হালিম মিলন চৌধুরীর সমর্থকেরা উল্লাস প্রকাশ করেন। এ নিয়ে স্বতন্ত্র প্রার্থী রুমা সরদারের সমর্থকেরা আরও ক্ষুব্ধ হন। এ ঘটনায় রাত নয়টার দিকে দক্ষিণ উলানিয়ার লালগঞ্জ বাজার এলাকায় মুখোমুখি অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান বলেন, দুই পক্ষের ছোড়া ইটপাটকেলে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, সংঘাত এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ১৫ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এই দুই প্রার্থীরে সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই দিনও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।