মোদির সফরকে স্বাগত জানালেন জি এম কাদের

জি এম কাদের
ছবি: প্রথম আলো

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরকে ঘিরে নানা মহলে আলোচনা-সমালোচনা চলছে। তবে এই সফরকে স্বাগত জানিয়েছে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। মোদির এই সফরকে স্বাগত জানিয়ে আজ বুধবার বিবৃতি দিয়েছেন জাপা চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

বিবৃতিতে জি এম কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে আমি আন্তরিকভাবে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি, ভারতের প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে অমীমাংসিত যেসব বিষয় রয়ে গেছে, তারও সমাধান হবে।’

মহান স্বাধীনতাযুদ্ধে ভারতের অবদান এই দেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে যাবে বলে উল্লেখ করে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘ভারত শুধু একটি বন্ধুপ্রতিম রাষ্ট্রই নয়, এই দেশের জনগণের সঙ্গে রয়েছে গভীর আত্মিক সম্পর্ক। আশা করি এই বন্ধন আরও সুদৃঢ় হবে।’

বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, ‘সারা বিশ্বে সুনাম আছে যে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের আপামর মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ভারতের প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন। এই আয়োজনে আগত সব মেহমানকে আনন্দচিত্তে বরণ করে আমরা আমাদের সেই সুনাম রক্ষা করব।’