যুবলীগের সম্মেলন: কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকর্ষণে পদপ্রত্যাশীদের যত চেষ্টা

চট্টগ্রাম যুবলীগের সম্মেলনে অতিথিরা
ছবি: প্রথম আলো

যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে চট্টগ্রাম শহরের রাস্তাগুলো। কাজীর দেউড়ি থেকে শুরু করে যেদিকে চোখ যায়, কেবল নগরের যুবলীগ নেতাদের ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুন। বিশেষ করে কেন্দ্রীয় নেতারা যে হোটেলে উঠেছেন, সেখান থেকে সম্মেলনস্থলে আসা–যাওয়ার পথটি যুবলীগের পদপ্রত্যাশীদের তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা।

শহর ছাড়িয়ে উত্তর ও দক্ষিণেও বিস্তৃতি পেয়েছে এই প্রচারণার কৌশল। গতকাল শনিবার পটিয়ায় অনুষ্ঠিত দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনে যাওয়ার সময়ও পথে পথে চোখে পড়েছে এই প্রচারণার দৃশ্য। আজ রোববার উত্তর জেলার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে হাটহাজারী উপজেলার পার্বতী উচ্চবিদ্যালয় মাঠে। সকালে শহর থেকে হাটহাজারীর যাত্রাপথে প্রচারণা ব্যানারের পাশাপাশি পথে পথে নেতা-কর্মীদের উপস্থিতিও দেখা যায়। কারণ, রেডিসন ব্লু চিটাগং বে ভিউ হোটেল থেকে বের হয়ে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এই পথে হাটহাজারী যাবেন।

চট্টগ্রামে যুবলীগের সম্মেলনে নেতা-কর্মীরা
ছবি: প্রথম আলো

নগরের অক্সিজেন মোড়ে সকাল পৌনে ১০টায় দেখা যায়, নগর যুবলীগের পদপ্রত্যাশী এম আর আজিমের কিছু অনুসারী তাঁর ব্যানার–পোস্টার নিয়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানতে প্রস্তুত। একই স্থানে উত্তর জেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী আবুল বশরের বিশাল তোরণ রয়েছে।

এ ছাড়া বালুছড়া, কুলগাঁওসহ নানা স্থানে বশরের পাশাপাশি উত্তর জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাজীবুল আহসান, সামসুদোহা সিকদারসহ বিভিন্ন প্রার্থীর বড় বড় তোরণ, ব্যানার ও পোস্টার দেখা গেছে।

চট্টগ্রাম নগর থেকে হাটহাজারীর সম্মেলনস্থলের দূরত্ব প্রায় ২৩ কিলোমিটার। পথে পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের এক ও দুই নম্বর গেট এলাকায়ও পদপ্রত্যাশীদের অনুসারীরা কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাতে ব্যস্ত। এখানে সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জয়নাল আবেদীনসহ কয়েকজনের পোস্টার–ব্যানার দেখা গেছে।

কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা
ছবি: জুয়েল শীল

আর কিছুদূর এগোলে চোখে পড়ে সাদা টি–শার্ট পরিহিত একদল তরুণকে। টি–শার্টে কেন্দ্রীয় যুবলীগ নেতাদের ছবি। উত্তর জেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক রাশেদুল আলমের অনুসারী তাঁরা। এরপর হলুদ ও গোলাপি টি–শার্ট পরিহিত ব্যক্তিদের মিছিলও দেখা গেছে।

তাঁরাও আরও কয়েকজন পদপ্রত্যাশীর অনুসারী। এভাবে উৎসবমুখর একটি পরিবেশে যুবলীগ উত্তর জেলার সম্মেলন হচ্ছে। এত সব মিছিল, ব্যানার-পোস্টার কেবল নেতাদের আকর্ষণের চেষ্টা।

উত্তর জেলার সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জয়নাল আবেদীন বলেন, সম্মেলন একটি উৎসবমুখর পরিবেশে হচ্ছে। পোস্টার-ব্যানার লাগানোয় একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যোগ্য নেতৃত্ব বাছাই করবেন কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় নেতাদের মনোযোগ আকর্ষণে পদপ্রত্যাশীদের ব্যানার ও ফেস্টুন
ছবি: জুয়েল শীল

তবে যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে ব্যানার ও ফেস্টুন লাগানোর বিষয়ে সিটি করপোরেশনের কাছ থেকে কেউ অনুমতি নেননি বলে জানিয়েছেন করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী।

তিনি প্রথম আলোকে বলেন, ‘আসলে এটি রাজনৈতিক বিষয়। এসব পোস্টার-ব্যানার অপসারণে মেয়রের বিশেষ নির্দেশনা লাগবে।’

উল্লেখ্য, হাটহাজারীর একটি অংশ সিটি করপোরেশনের অংশ। আজ উত্তর জেলা যুবলীগের পর কাল সোমবার নগর যুবলীগের সম্মেলন হবে।