রাকসু নিয়ে আলোচনা সভার অনুমতি বাতিলের প্রতিবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম আলো ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম আলো ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন নিয়ে আজ সোমবার ‘কেমন বিশ্ববিদ্যালয় চাই’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছিল রাকসু আন্দোলন মঞ্চ। এতে অন্যতম আলোচক হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদের উপস্থিত থাকার কথা ছিল। আয়োজকেরা অভিযোগ করেন, আলোচনা সভাটির অনুমতি দিয়েও পরে তা বাতিল করা হয়েছে।

সোমবার বেলা দেড়টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আমতলায় অনুমতি বাতিলের প্রতিবাদে মঞ্চের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেন। তাঁরা জানান, আলোচনা সভায় অধ্যাপক আনু মুহাম্মদ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীম উদ্দিন খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক বখতিয়ার আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, দর্শন বিভাগের শিক্ষক আনিসুজ্জামান, ফোকলোর বিভাগের শিক্ষক এম আমিরুল ইসলামসহ অন্যদের উপস্থিত থাকার কথা ছিল।

সংবাদ সম্মেলনে মঞ্চের নেতা-কর্মীরা বলেন, ‘শহীদ স্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে আলোচনা সভার জন্য ৩ মার্চ শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ভারপ্রাপ্ত পরিচালক হাসিবুল আলম প্রধান বরাবর লিখিত আবেদন জানানো হয়েছিল। তিন দিন পর আমরা টিএসসিসির পরিচালকের সঙ্গে দেখা করলে তিনি মৌখিকভাবে বলেন, “অনুমতি দেওয়া হলো” মর্মে একটি চিঠি প্রক্টর দপ্তরে পাঠানো হয়েছে। এর দু-এক দিন পর টিএসসিসির একজন কর্মচারী মুঠোফোনে জানান, আলোচনা সভার অনুমতি বাতিল করা হয়েছে।’

মঞ্চের সমন্বয়ক আবদুল মজিদ অন্তর বলেন, ‘আবেদনপত্রে টিএসসিসির পরিচালকের স্বাক্ষরের ওপর যে সিল দেওয়া হয়েছে, তাতে এটা স্পষ্ট হয়ে গেছে, “অনুমতি দেওয়া হলো” শব্দের ডানপাশে পরে ‘না’ শব্দটি যোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ন্যূনতম সৌজন্যবোধ ও সহযোগিতা না করে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক পন্থা অবলম্বন করে আমাদের কর্মসূচি স্থগিত করতে বাধ্য করেছে। রাকসু নিয়ে শিক্ষার্থীরা যেন জোরালো কোনো দাবি বা আন্দোলন গড়ে তুলতে না পারে, সে জন্য প্রশাসন থেকে রাকসু নির্বাচনকেন্দ্রিক সব কর্মসূচি পালনে বাধা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে রোববার সন্ধ্যার দিকে নিজের ফেসবুকে আলোচনা সভার আমন্ত্রণপত্রের ছবিসহ একটি পোস্ট দেন অধ্যাপক আনু মুহাম্মদ। সেখানে তিনি লিখেন, ‘১৮ মার্চ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আলোচক যাঁরা থাকার কথা তাঁরাও বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। বিষয়বস্তু বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতিও নিয়েছিলেন আয়োজকেরা। কিন্তু না, হবে না। অনুমতি বাতিল। বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় নিয়ে শিক্ষকদের মুক্ত আলোচনা সভা হলে খুব “অশান্তি” হবে! তাই “শিক্ষক” পরিচালিত বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে রাজি না!’

এ বিষয়ে টিএসসিসির ভারপ্রাপ্ত পরিচালক হাসিবুল আলম প্রধান বলেন, ‘আলোচনা সভার অনুমতি দিয়ে বাতিল নয় বরং অনুমতি দেওয়া হয়নি। এখন বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের রাকসু নিয়ে সংলাপ চলছে। তাই প্রশাসন আপাতত রাকসুসংক্রান্ত অন্য কোনো কর্মসূচিতে অনুমতি দিতে চাচ্ছে না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. লুৎফর রহমান বলেন, ‘আমার কাছে কোনো আবেদনপত্রের অনুলিপি বা চিঠি আসেনি।’