শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করতে চায় বিএনপি: কাদের

ওবায়দুল কাদের
ফাইল ছবি

জনস্বার্থে আন্দোলনের নামে যেকোনো ধরনের অস্থিরতা ও ষড়যন্ত্র সৃষ্টির অপপ্রয়াস সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে সরকারের পতন চায়। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি, সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আজ শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত সভায় যুক্ত হন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ধর্ষণবিরোধী আন্দোলনে ভর করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী চিহ্নিত করারও কাজ চলছে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি ধর্ষণ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অবস্থান অত্যন্ত কঠোর হলেও কোথাও কোথাও কিছু দুষ্কৃতকারী অপকর্ম করে যাচ্ছে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অপরাধের সঙ্গে জড়িত কেউ যেন কমিটিতে ঠাঁই না পায়। খারাপ লোক দিয়ে দল ভারী করা যাবে না। খারাপ লোকেরা উন্নয়ন ও অর্জন ম্লান করে দিতে পারে। ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যেকোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে। প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়। ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে স্বাস্থ্য খাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে, তা কারও দাবির পরিপ্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করছে।