সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণে বন্যার্তদের ভোগান্তি বাড়ছে: গণতান্ত্রিক মঞ্চ

সিলেটে বন্যায় তলিয়ে গেছে গোয়াইনঘাট উপজেলা। পানিবন্দী উপজেলার সালুটিকর এলাকা। ছবিটি রোববার সকালে তোলা
ছবি: প্রথম আলো

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে গণতান্ত্রিক মঞ্চ। মঞ্চের নেতারা বলেছেন, সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে বন্যা উপদ্রুত মানুষের ভোগান্তি বাড়ছে। রাষ্ট্রীয় তহবিল মানুষের বিপদের সময় খরচ না করে, বিভিন্ন কায়দায় তা অপচয় ও পাচার করা হচ্ছে।

রোববার রাষ্ট্র সংস্কার আন্দোলনের পুরানা পল্টনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা বলেন গণতান্ত্রিক মঞ্চের নেতারা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইয়ুম। গণতান্ত্রিক মঞ্চের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, সদস্যসচিব হাজির রহমান রিজু, গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক, যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সহসভাপতি আবদুল মমিন, সহসাধারণ সম্পাদক জাহেদুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক হাসিবউদ্দিন হোসেন, সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, হাবিবুর রহমান প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতান্ত্রিক মঞ্চের কর্মসূচি চূড়ান্ত করার জন্য ২৬ জুন ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে।