সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু পুরো জীবন উৎসর্গ করেছেন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আদর্শ, একটি দর্শন ও উপলব্ধির নাম। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে প্রাধান্য দিয়েছেন। বঙ্গবন্ধু সব সময় মানুষের অধিকার রক্ষা ও কল্যাণের জন্য যুদ্ধ করেছেন। মানুষের মুক্তি নিশ্চিত করে সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু তাঁর পুরো জীবন উৎসর্গ করেছেন।

রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) সেন্টারে আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জাতির জনকের জীবন ও আদর্শ নিয়ে বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় অনলাইনে যুক্ত হয়ে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন তিনি।

এই আয়োজনে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিলিয়ার পরিচালক অধ্যাপক মিজানুর রহমান, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।