হামলার বিচার না করলে জনগণ জবাব দেবে: নুরুল হক

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের কর্মসূচিতে পুলিশি বাধা, হামলা ও আটকের বিচার না করলে জনগণ জবাব দেবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সদস্যসচিব নুরুল হক। আজ শনিবার রাজধানীতে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তাঁরা। সংবাদ সম্মেলনে উল্লিখিত ঘটনার বিচার ও শাস্তি দাবি করেন সংগঠনটির শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে নুরুল হক লিখিত বক্তব্যে বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত শুক্রবার শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি ছিল। কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে পরিষদের নেতা-কর্মীদের মিছিল শাহবাগ মোড়ে পুলিশি বাধার সম্মুখীন হয়।

এ সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা প্রেসক্লাবে সমাবেশ করার পরামর্শ দিলে আমরা শাহবাগ মোড় ঘুরে ঢাকা ক্লাবের সামনে আসতেই রমনা জোনের উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে একদল পুলিশ ও সাদা পোশাকের লোক আমাদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় ১১২ জন আহত হয়। কোনো ধরনের উসকানি ও সংঘর্ষ ছাড়াই পুলিশ ও সাদা পোশাকের লোকজন বর্বর হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।’

নুরুল হক আরও বলেন, ‘অনতিবিলম্বে উপ-পুলিশ কমিশনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা হবে। দু-একজন হারুনের জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে না। পুলিশ যদি এর বিচার না করে, তাহলে জনগণ জবাব দেবে।’

নুরুলের অভিযোগ, ‘গত বছর ২৭ মার্চ প্রেসক্লাবের সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের চার নেতাকে আটক করে শাহবাগ থানায় নিয়ে তাঁদের মুখে গামছা বেঁধে, চোখে কাঁচামরিচ লাগিয়ে ওই পুলিশ কর্মকর্তা নির্যাতন চালান। গতকালের ঘটনায়ও স্পষ্ট হয়েছে, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সাদাপোশাকের লোকজনসহ আক্রমণ করে।’

এ সময় সংগঠনের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, মিডিয়া বিভক্ত হয়ে গেছে। সংবাদ প্রকাশ করতে পারছে না। কারণ, সরকারের অবৈধ সুবিধা নিয়ে কোটিপতি হয়ে যাওয়া ব্যবসায়ীরা গণমাধ্যমের মালিক হয়েছেন। এভাবে চললে গণমাধ্যম থাকবে না। মানুষ ফেসবুকেই সংবাদ দেখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, আবু হানিফ প্রমুখ।