২২ নেতার পদত্যাগপত্র নেয়নি কেন্দ্রীয় জাপা

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পৌর জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের ২২ নেতার পদত্যাগপত্র গ্রহণ করেনি কেন্দ্রীয় জাতীয় পার্টি (জাপা)। দলের চেয়ারম্যানের পক্ষে প্রেসিডিয়াম সদস্য ও রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব সাংসদ শামীম হায়দার পাটোয়ারী ওই নেতাদের দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল বুধবার রাতে সৈয়দপুর শহরের একটি অভিজাত হোটেলে জাপার মধ্যস্থতা সভায় প্রধান অতিথির ভাষণে শামীম হায়দার পাটোয়ারী ওই আহ্বান জানান।

জাপার চেয়ারম্যান জি এম কাদেরের প্রতিনিধি হিসেবে সাংসদ শামীম হায়দার পাটোয়ারী মধ্যস্থতা সভার ডাক দেন। সৈয়দপুর পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক রাইছুল ইসলাম লাকী বসুনিয়া সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জাপা সৈয়দপুর উপজেলা শাখার পদত্যাগী আহ্বায়ক সিদ্দিকুল আলম, জাপা নেতা আলতাফ হোসেন, শামসুদ্দিন অরুণ, রওশন মহনামা, ওবায়দুর রহমান ভুট্ট, শেফালি বেগম, রানু বেগম, শফিউল আলম প্রমুখ।

বক্তারা বলেন, নীলফামারী-৪ আসনের সাংসদ ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহসান আদেলুর রহমান নানা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এর দায় তাঁরা নিতে পারবেন না। এ কারণে তাঁরা গত ১০ মে দলীয় পদ থেকে পদত্যাগ করেন।
এর পরিপ্রেক্ষিতে সাংসদ শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘আমি পার্টি চেয়ারম্যানের প্রতিনিধি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ওই সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা পদত্যাগী নন, চেয়ারম্যান আপনাদের পদত্যাগপত্র গ্রহণ করেননি। সৈয়দপুরে জাতীয় পার্টিতে আপনারাই কর্ণধার।’