৪০টি ওয়ার্ডে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে: আ.লীগ

নির্বাচন কমিশন ভবন
ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সন্ত্রাসীরা ভোটারদের ভয়–ভীতি দেখিয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে দলটির একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর কাউছার ইসি সচিবের কাছে অভিযোগপত্র জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের ভোটে সকালবেলা বিভিন্ন কেন্দ্রে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, যাতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে না পারেন। প্রায় ৪০টি ওয়ার্ডে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদকের ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে। বিএনপি–সমর্থিত প্রার্থী ইভিএম ভেঙে ফেলেছেন ও কেন্দ্র দখল করেছেন।

আমবাগান এলাকায় বিএনপির সন্ত্রাসীরা হত্যাকাণ্ড সংঘটিত করেছে এবং আওয়ামী লীগের নেতা–কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। তিনি দাবি করেন, পাঁচলাইশ এলাকায় একটি ভোটকেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।