৪৫ জেলায় বিএনপির ‘করোনা হেল্প সেন্টার’

করোনা সংক্রমণের মধ্যে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে দলের ৪৫টি জেলা কার্যালয়ে ‘করোনা হেল্প সেন্টার’ খুলেছে বিএনপি। ঈদুল আজহার আগে বাকি জেলাগুলোতেও সেন্টার খোলা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির করোনাভাইরাস সংক্রমণ পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ এ কথা জানিয়েছেন।

শুক্রবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে ইকবাল হাসান মাহমুদ চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর, ঝালকাঠি, সুনামগঞ্জ, চাঁদপুর, নরসিংদী ও গোপালগঞ্জে বিএনপির জেলা কার্যালয়ে করা করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এ হেল্প সেন্টার থেকে জনসাধারণকে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো ছাড়াও অ্যাপসের মাধ্যমে চিকিৎসার পরামর্শ ও ওষুধ সরবরাহ করা হবে। তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় এ হেল্প সেন্টার খোলা হয়েছে।

ইকবাল হাসান অভিযোগ করেন, গত বৃহস্পতিবার পুলিশ বরগুনার হেল্প সেন্টারটি বন্ধ করে দিয়েছে। কুষ্টিয়ায় হেল্প সেন্টার খুলতে পুলিশ বাধা দিয়েছে। তিনি বলেন, ‘আমরা জনগণকে সহায়তা করার জন্য কাজ করছি। আমাদের দয়া করে এ সহায়তাটা করতে দিন।’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন, ফরহাদ হালিম, খায়রুল কবির, মাহবুবের রহমান, সাখাওয়াত হাসান, সৈয়দ এমরান সালেহ, বিলকিস জাহান, শামা ওবায়েদ, মোশতাক আহমেদ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি হারুন আল রশিদসহ জেলার নেতারা যুক্ত ছিলেন।