৫২ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী যাঁরা

চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হয়েছে। বিএনপি চতুর্থ ধাপের ৫৬টি পৌরসভার মধ্যে ৫২টিতে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে। বাকি চারটি পৌরসভায় এখন পর্যন্ত প্রার্থী দেয়নি দলটি।

আজ শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা একটি প্রার্থী তালিকা গণমাধ্যমে পাঠানো হয়েছে। এই তালিকায় হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় মেয়রপ্রার্থী হিসেবে নাজিমউদ্দীনের নাম উল্লেখ করা হয়। পরে তাঁর পরিবর্তে প্রার্থী হিসেবে আবদুল মান্নানের নাম জানানো হয়।

দলীয় প্রার্থীদের প্রত্যায়নপত্র ঢাকা কেন্দ্রীয় কার্যালয় থেকে নিতে অনুরোধ জানানো হয়েছে। কোন বিভাগের প্রার্থী তখন প্রত্যায়নপত্র নেবেন, তা–ও জানানো হয়েছে।

বিএনপি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাল ১৬ জানুয়ারি বেলা ১১টায় চট্টগ্রাম, সিলেট, রংপুর; দুপুর ১২টায় রাজশাহী, খুলনা ও বরিশাল এবং বেলা ২টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগের পৌরসভা নির্বাচনে মনোনয়ন পাওয়া প্রার্থীরা প্রত্যায়নপত্র নিতে পারবেন।

বিএনপির মেয়র প্রার্থী যাঁরা.pdf