দেশে পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপিত হবে, তা জানা যাবে কাল রোববার। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪২ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য কাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

অন্যদিকে ঈদুল আজহার সম্ভাব্য সরকারি ছুটি ২০ থেকে ২২ জুলাই নির্ধারণ করে রাখা হয়েছে। তবে চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছুটির এই তারিখ চূড়ান্ত করা হবে।