মক্কা থেকে মদিনার পথে পথে দেখা মেলে বাংলাদেশিদের
মক্কা থেকে মদিনার দূরত্ব ৪২৩ কিলোমিটার। সড়কপথে যেতে সময় লাগে ছয় ঘণ্টা। চার লেনবিশিষ্ট সড়কগুলো একমুখী। সড়কের প্রথম লেনে চলে দ্রুত গতিসম্পন্ন যানবাহন, অন্য লেনে চলে কম গতিসম্পন্ন যানবাহন। হজযাত্রীদের মধ্যে যাঁরা মদিনায় গিয়েছিলেন, তাঁরা মসজিদে নববীতে ৪০ ওয়াক্ত নামাজ শেষ করে মক্কায় ফিরছেন। মদিনা থেকে মক্কা যাওয়ার পথে কয়েক কিলোমিটার পর পর রয়েছে যাত্রাবিরতির জন্য বিশ্রামকেন্দ্র। হজযাত্রীদের সুবিধার জন্য রয়েছে মসজিদ, বাথরুম, খাবারের হোটেল। খোঁজখবর করলে এসব জায়গায় দু-চারজন বাংলাদেশির দেখা মেলে। মদিনা থেকে মক্কা আসার পথে বেশি লোকজন যাত্রাবিরতি করেন সাসকোতে।সাসকোতে কথা হলো সৌদি আরবপ্রবাসী বাংলাদেশি সেকান্দারের সঙ্গে। তিনি জানালেন, দেশ থেকে দুই লাখেরও বেশি টাকা খরচ করে এখানে এসেছেন। হজের সময় (জিলকদ, জিলহজ) হাজিদের যাতায়াত বেশি থাকে। এ ছাড়া ওমরাহ, রমজান মাস, বৃহস্পতি ও শুক্রবারে লোক বেশি হয়। সকাল, দুপুর ও রাতের খাবার ছাড়াও চা, কফি, হালকা খাবার - সবই পাওয়া যায়।
মদিনা থেকে মক্কায় আসার পথে রাস্তার দুই ধারে দেখা যায়, মরুভূমি, বালু আর বালু। পাথরের পাহাড় কেটে কিংবা পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা করা হয়েছে। রাস্তা এত মসৃণ যে ঝাঁকুনি কম হয়। চলার সময় কখনো কখনো দেখা যায় উট কিংবা বানর। তবে মানুষের দেখা পাওয়া যায় না। বানরগুলো গাড়ির কাছাকাছি চলে এলে অনেকে গাড়ি থেকে খাবার ছুড়ে দেন। মদিনা থেকে মক্কা ফিরছিলেন বাংলাদেশ থেকে আগত নাদির আহমেদ। তিনি জানালেন, 'এখন ছয় ঘণ্টায় মক্কা থেকে মদিনায় যাওয়া যায়। কোনো কারণে দেরি হলে এক-দুই ঘণ্টা বেশি লাগে; এতেই আমরা অস্থির হই। এখন থেকেপ্রায় ১৫০০ বছর আগে আল্লাহর রাসুল (সা.) ও সাহাবিরা কীভাবে যেতেন, এটা ভাবলে অন্য রকম অনুভূতি হয়। কোনো কষ্টকে কষ্ট বলে মনে হয় না।'