তারাবিহতে আজ: দশম তারাবিহ

তারাবিহর নামাজের সময় সারা দেশে এখন প্রতিদিন পবিত্র কোরআনের একই অংশ পড়া হয়। তারাবিহর নামাজে কোরআন থেকে প্রতিদিন কী পড়ানো হচ্ছে, এই বিভাগে নিয়মিত থাকছে তারই সারকথা।

সুরা ইউসুফ, আয়াত: ৫৩-১১১

এ অংশের বিষয়বস্তু:

  • মিসরের রাজার স্বপ্নের অর্থ বুঝিয়ে দেন হজরত ইউসুফ (আ.)। তাঁর ব্যাপারে রাজার আগ্রহ। ইউসুফের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণিত।

  • ইউসুফকে দেশের কোষাধ্যক্ষ নিয়োগ।

  • মিসরে ইউসুফের কাছে সাহায্যের জন্য তাঁর ভাইদের আগমন। তাঁরা ইউসুফকে চিনতে পারেন না, ইউসুফ পারেন।

  • ভাইয়েরা ইউসুফের পরিচয় জানতে পারেন। মা–বাবাসহ পুরো পরিবারকে মিসরে নিয়ে আসেন। ইউসুফের ছোটবেলার স্বপ্ন প্রমাণিত হওয়া। আল্লাহর প্রতি ইউসুফের কৃতজ্ঞতা।

  • মুহাম্মদ (সা.)–এর প্রতি আল্লাহর উপদেশ। সব নবী একই পরিস্থিতির সম্মুখীন হন।

সুরা রাদ, আয়াত: ১-৪৩

এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন আল্লাহর কিতাব। পুরো কর্তৃত্ব আল্লাহর। মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ।

  • আল্লাহর ডাকে যারা সাড়া দেয়, তাদের পরিণতি ভালো, যারা সাড়া দেয় না, তাদের মন্দ।

  • আল্লাহর রিজিক বণ্টনব্যবস্থা। মুমিন ও অবিশ্বাসীর দৃষ্টিভঙ্গির পার্থক্য।

  • সাবধানীদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি। অবিশ্বাসীদের কর্মফল আগুন।

সুরা ইব্রাহিম, আয়াত: ১-৫২

এ অংশের বিষয়বস্তু:

  • কোরআন নাজিলের উদ্দেশ্য।

  • প্রত্যেক রাসুলকে স্পষ্টভাবে বোঝানোর জন্য স্বজাতির ভাষায় পাঠানো হয়েছে।

  • মুসাকেও একই উদ্দেশ্যে আল্লাহর আয়াত দিয়ে পাঠানো হয়েছিল।

  • অতীতের রাসুলদের কথা। অবিশ্বাসীদের অশুভ পরিণতি।

  • অবিশ্বাসীদের কর্মকাণ্ডের উপমা। পরকালে দুর্বল ও শক্তিমানদের বিতর্ক।

  • হাশরের ময়দানে শয়তানের বক্তৃতা।

  • মুমিনদের শুভ পরিণতি। সত্য ও মিথ্যার উপমা। বিশ্বাসীদের পরিণতি।

  • ইব্রাহিমের সন্তানদের একাংশের মক্কায় বসবাস।

  • মানুষকে কিয়ামতের ব্যাপারে সতর্ক করার নির্দেশ।

  • কিয়ামতের দিন পৃথিবীকে নতুনরূপে গড়া হবে। পাপীরা থাকবে শিকলে বাঁধা।