নামাজের ১৪টি ওয়াজিব

নামাজের ওয়াজিব বা আবশ্যক ১৪টি কাজ হলো:

১. প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা পড়তে হবে।

২. প্রথম দুই রাকাতে সুরা ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা বা ছোট তিন আয়াত পরিমাণ তিলাওয়াত করতে হবে।

৩. ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কিরাত জোরে পড়তে হবে।

৪. সুরা ফাতিহা পড়ে অন্য সুরা পড়তে হবে।

৫. নামাজের মধ্যে সবকিছু ধীরস্থিরভাবে করতে হবে।

৬. তিন অথবা চার রাকাতবিশিষ্ট নামাজের দুই রাকাতের পর বসতে হবে।

৭. দুই রাকাতের পর বসে আত্তাহিয়াতু পড়তে হবে।

আরও পড়ুন

৮. প্রতি রাকাতের ফরজ ও ওয়াজিবগুলোর ধারাবাহিকতা ঠিক রাখতে হবে।

৯. নামাজের ফরজ ও ওয়াজিবগুলো আদায় করতে হবে।

১০. বিতর নামাজে তৃতীয় রাকাতে কিরাতের পর দোয়া পড়তে হবে।

১১. দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির বলতে হবে।

১২. দুই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিন তাকবির বলার পর রুকুতে যাওয়ার সময় তাকবির বলতে হবে।

১৩. ইমামের জন্য জোহর, আসর এবং দিনের বেলায় সুন্নত ও নফল নামাজে কিরাত আস্তে করে এবং ফজর, মাগরিব, এশা, জুমা, দুই ঈদ, তারাবিহ ও রমজান মাসের বিতর নামাজে কিরাত শব্দ করে পড়তে হবে।

১৪. সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হয়।

আরও পড়ুন