ইফতারের পাঁচটি জরুরি বিধান মনে রাখুন

রমজান এক বছর পর পর আসায় রোজার অনেক বিধান আমাদের আবার ফিরে দেখে নেওয়া দরকার। কখনো নানা প্রচারণাও আমাদের বিভ্রান্তিতে ফেলতে পারে। আসুন, ইফতারের পাঁচটি জরুরি বিধান মনে রাখি :

 ১. বৃষ্টির দিনে কিছু দেরি করে ইফতার করা উত্তম। শুধু ঘড়ি বা আজানের ওপর নির্ভর করা ভালো নয়। কারণ এতে ভুল হতে পারে। (ফাতাওয়ায়ে রহিমিয়াহ, ৩/১০৮)

 ২. ইফতারের জন্য মাগরিবের নামাজ কিছুক্ষণ বিলম্বে আদায় করার অবকাশ আছে। (ফাতাওয়ায়ে রহিমিয়া, ১/৩৭)

 ৩. যদি সূর্যাস্ত হয়েছে কি না সন্দেহ হয়, তাহলে ইফতার করা বৈধ হবে না। (নাওয়াজিল, ১৫২; ফাতাওয়ায়ে শামি, ৩/৩৮৩)

আরও পড়ুন

৪. পশ্চিম দিকে প্লেনে সফর করার কারণে যদি দিন বড় হয়ে যায়, তাহলে সুবহে সাদিক থেকে নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে সূর্যাস্ত হলে সূর্যাস্ত পর্যন্ত ইফতার বিলম্ব করতে হবে। আর ২৪ ঘণ্টার মধ্যেও সূর্যাস্ত না হলে ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার সামান্য কিছু আগে ইফতার করে নেবে। (আহসানুল ফাতাওয়া, ৪/৭০)

 ৫. ‘লবণ দ্বারা ইফতার শুরু করা উত্তম’ এমন বিশ্বাস সঠিক নয়। (আহকামে জিন্দেগি, ২৪৭)

 আসুন, বিশুদ্ধ রোজা সম্পাদন করতে আমরা পরস্পরের সহায়ক হই।

আরও পড়ুন