অনন্য মসজিদ
তেঁতুলিয়া জামে মসজিদ
সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে ‘তেঁতুলিয়া খান বাহাদুর কাজী সালামতউল্লাহ জামে মসজিদ’ অবস্থিত। স্থানীয়ভাবে মিয়ার মসজিদ কিংবা তেঁতুলিয়া জামে মসজিদ নামে পরিচিত। ছবি তুলেছেন সাদ্দাম হোসেন
সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে তেঁতুলিয়া গ্রামে ‘তেঁতুলিয়া খান বাহাদুর কাজী সালামতউল্লাহ জামে মসজিদ’ অবস্থিত। স্থানীয়ভাবে মিয়ার মসজিদ কিংবা তেঁতুলিয়া জামে মসজিদ নামে পরিচিত।
মসজিদে প্রবেশের জন্য আছে ৭টি দরজা। পিলারের ওপর চুন সুরকি ও চিটাগুড়ের গাঁথুনিতে নির্মিত মসজিদের ছাদে ৬টি গম্বুজ এবং ২০টি মিনার রয়েছে। মসজিদের গায়ে প্রাপ্ত শিলালিপি হতে জানা যায়, ১২৭০ বঙ্গাব্দে জমিদার সালামতুল্লাহ খান কলকাতার সিন্দুর পট্টি মসজিদের নকশার অনুকরণে এই মসজিদটি নির্মাণ করেন।
কীভাবে যাবেন
সাতক্ষীরা জেলা শহর থেকে তেঁতুলিয়া জামে মসজিদের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার। বাস, রিকশা, ভ্যানে চড়ে তালা-পাইকগাছা সড়ক ধরে তেঁতুলিয়া মসজিদ পৌঁছানো যায়।